Logo
Logo
×

জাতীয়

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যুগান্তরের হক ফারুক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যুগান্তরের হক ফারুক

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার হক ফারুক আহমেদ।

স্বাস্থ্য ক্যাটাগরিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার হক ফারুক আহমেদ। 

রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হক ফারুক আহমেদ ‘রাসেলস ভাইপারে মৃত্যুহার দ্বিগুণ’ এবং ‘দেশীয় এন্টিভেনমে প্রকৃত সমাধান’ শীর্ষক দুপর্বের প্রতিবেদনের জন্য স্বাস্থ্য ক্যাটাগরিতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ এর জন্য নির্বাচিত হন।  

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের জন্য শ্রেষ্ঠ রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়।

এ ধারাবাহিকতায় এই বছরে প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও বিভাগে মোট ২০ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিন্ট ও অনলাইনের ১৭ জন এবং টেলিভিশন ও রেডিও’র তিনজন রিপোর্টার পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে ক্রেস্ট ছাড়াও সনদপত্র ও অর্থ প্রদান করা হয়েছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম