বিএনপি ও জামায়াতের ডাকে রোববার থেকে দুদিনের হরতালে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। শনিবার রাজধানীতে মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভার পর এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহণ চলাচল স্বাভাবিক থাকবে। সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াতদলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারা দেশে ১২০টি গাড়িতে অগ্নি সংযোগ করেছে এবং ২২৫টি গাড়ি ভাঙচুর করেছে।
আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন। সভায় সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা সভাপতিত্ব করেন।