Logo
Logo
×

জাতীয়

আজ ঢাকা আসছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ এএম

আজ ঢাকা আসছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল

দ্বাদশ সংসদ নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আজ দুপুরে ঢাকা আসছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে অবস্থান করবেন।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন এ প্রতিনিধিদলের সফর সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম দিনে প্রতিনিধিদলটির কোনো কর্মসূচি নেই। তবে আগামী রবি ও সোমবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাবউদ্দিন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন।

২১ নভেম্বর প্রতিনিধিদলটি রোহিঙ্গা সংকট দেখতে কক্সবাজার যাবে। ওই দিনই তাদের ঢাকায় ফেরত আসার কথা রয়েছে। এ ছাড়া ২২-২৫ নভেম্বর পর্যন্ত প্রতিনিধিদলটি সিলেটসহ বিভিন্ন জেলা সফর করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম