Logo
Logo
×

জাতীয়

কাশ্মীরে আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম

কাশ্মীরে আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকে নৌকায় আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটক মারা গেছে। 

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় সময় শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে। দ্রুতই পাশের নৌকাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে পাঁচটি হাউসবোট পুড়ে গেছে। 

আগুনে কয়েকটি নৌকা পুড়ে ভস্মিভূত হওয়ার কয়েক ঘণ্টা পর লাশগুলো উদ্ধার করা হয়। ওই তিন বাংলাদেশি সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। নৌকাটি পুরোপুরি পুড়ে গেছে। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

নিহত বাংলাদেশিদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি এনডিটিভির প্রতিবেদনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম