Logo
Logo
×

জাতীয়

বিচারকাজ পর্যবেক্ষণ করলেন মালদ্বীপের প্রধান বিচারপতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম

বিচারকাজ পর্যবেক্ষণ করলেন মালদ্বীপের প্রধান বিচারপতি

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বসে বিচারকার্য পরিচালনা পর্যবেক্ষণ করেছেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম। আপিল বিভাগের এজলাসে বাংলাদেশের প্রধান বিচারপতির পাশে বসে ছিলেন তিনি।

রোববার বেলা ১১টা ৪২ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে তিনি বিচারকার্য পরিচালনা পর্যবেক্ষণ করেন। 

এ সময় আপিল বিভাগের বেঞ্চে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

সংবিধান দিবস উপলক্ষ্যে শনিবার মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম বাংলাদেশ সফরে এসেছেন। সেদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম