কোচিং ব্যবসায়ীরা নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে দেশে অপপ্রচার চলছে। গাইড ও কোচিং ব্যবসায়ীরা এসব করছে। তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে তারা গুজব ছড়াচ্ছে। শনিবার ইডেন কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে ডা. দীপু মনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল অপপ্রচারে ইন্ধন জোগাচ্ছে। সবাইকে বলব গুজবে কান দেবেন না। সত্য জেনে নেবেন। আমরাও যোগাযোগমাধ্যমে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার হাত ধরে আমরা যুগোপযোগী একটি শিক্ষানীতি পাওয়ার পাশাপাশি ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছি। নতুন শিক্ষাক্রম আমাদের এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সেই পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের কথায় কান দেবেন না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ১৮৭৩ সাল থেকে ১৮ একর জায়গাতে অসংখ্য নারী ইডেনে উচ্চশিক্ষা নিয়েছেন। এই প্রতিষ্ঠানের উজ্জ্বলতম প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে মহিলা ও শিশুবিষয়ক উপমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।