Logo
Logo
×

জাতীয়

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল: আরামবাগের সমাবেশের পথে জনস্রোত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল: আরামবাগের সমাবেশের পথে জনস্রোত

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন ঘিরে সমাবেশের জন্য প্রস্তুত আরামবাগ; গোটা এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে, সকাল থেকেই ওই এলাকায় ঢল নেমেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

শনিবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। এরপর যোগ দেবেন আরামবাগের সমাবেশে।

এই সমাবেশ সফল করতে ঢাকা মহানগরসহ আশেপাশের এলাকা থেকেও হাজির হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। শত শত বাস ও অন্যান্য যানবাহন নিয়ে আসা ঢাকার বাইরের নেতাকর্মীরা জমায়েত হয়েছেন আরামবাগে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের নেতৃত্বে কয়েকশ’ গাড়ি নিয়ে সকাল সাড়ে ১১ টার দিকে নেতাকর্মীরা জড়ো হন ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনে। এরপর তারা মিছিল নিয়ে আরামবাগ জনসমাবেশে যোগ দেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের নেতৃত্বে দেড়শ বাস নিয়ে কাকরাইল এলাকায় জড়ো হন জেলার নেতাকর্মীরা। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন বলেন, শামীম ভাইয়ের নির্দেশে আমরা ৭ হাজারের মত নেতাকর্মী নিয়ে এসেছি।

আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পরদিন থেকেই শুরু হবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা। এতে মাত্র আধা ঘণ্টায় রাজধানীর উত্তরা থেকে রওনা হয়ে মতিঝিলে পৌঁছাতে পারবে নগরবাসী। মুক্তি মিলবে দুই থেকে আড়াই ঘণ্টা যানজট ঠেলার ঝক্কি থেকে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে প্রথমে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ট্রেন চলাচলের সময় প্রাথমিকভাবে নির্ধারণ করা হলেও পরে যাত্রীদের দাবির প্রেক্ষিতে তা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা করা হয়। ধীরে ধীরে সময় বাড়বে বলে জানান প্রকল্প পরিচালক এম এ এন ছিদ্দিক।
 

Jamuna Electronics

Document
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম