Logo
Logo
×

জাতীয়

গার্মেন্ট শ্রমিকদের বর্ধিত বেতন ডিসেম্বর থেকে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

গার্মেন্ট শ্রমিকদের বর্ধিত বেতন ডিসেম্বর থেকে

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব পেশ হবে চলতি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। বর্ধিত বেতন ডিসেম্বরের এক তারিখ থেকে কার্যকর হবে। জানুয়ারিতে সেই বেতন পাবেন শ্রমিকরা।

বুধবার মালিক-শ্রমিক ও নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষে এ কথা জানান বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা।

গত বৈঠকে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকা এবং শ্রমিকরা ২০ হাজার ৩৯৩ টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। 

মঙ্গলবার রাজধানীর গার্মেন্ট অধ্যুষিত এলাকা মিরপুর, আশুলিয়া, সাভারে নতুন মজুরির দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ ও কারখানায় ভাঙচুর চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি-মজুরি নির্ধারণে বোর্ডের দীর্ঘসূত্রতা শিল্পের জন্য অশনিসংকেত বয়ে আনবে। 

যদিও উদ্ভূত পরিস্থিতি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ দাবি করেছে, একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা হাসিলে নতুন মজুরি ঘোষণার আগে শ্রমিকদের আন্দোলন করতে উসকানি দিচ্ছে। নতুন মজুরি ঘোষণার আগে আন্দোলনের যৌক্তিকতা নেই। সরকার শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যে মজুরি নির্ধারণ করে দেবে, মালিকদের কষ্ট হলেও সে অনুযায়ী মজুরি দেবে। নতুন কাঠামো নভেম্বর মাসে ঘোষণা হবে, ডিসেম্বরে কার্যকর হবে এবং জানুয়ারি মাসে শ্রমিকরা বর্ধিত বেতন পাবেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম