অবরোধে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলবে: পরিবহণ মালিক সমিতি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৫:৩৬ পিএম
আগামীকাল মঙ্গলবার থেকে তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে অবরোধের মধ্যে সারা দেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
সোমবার সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার থেকে তিনদিন বিএনপির ডাকা অবরোধের মধ্যেও সারা দেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলাচল স্বাভাবিক রাখার জন্য পরিবহণ মালিক ও শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবরোধের বিষয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোর নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
পরিবহণ চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।
রোববার সন্ধ্যায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।