Logo
Logo
×

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১২:২২ পিএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি। ছবি: যুগান্তর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। নির্বাচন সফল করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে। নির্বাচন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।  তার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সদস্যরা এতে অংশ নিচ্ছেন।

বৈঠকে পুলিশ মহাপরিদর্শক, র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা উপস্থিত রয়েছেন।

সংসদ নির্বাচনের উপকরণ প্রায় কেনা শেষের পথে। বর্তমানে মাঠ পর্যায়ে পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে ইসি। সরকারি মুদ্রণালয়কে ব্যালট পেপারসহ অন্যান্য উপকরণ ছাপানোর নির্দেশনাও দিয়েছে ইসি।

আগামী নভেম্বরের মাঝামাঝি তফশিল ঘোষণা করা হবে। আর জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখা নিয়ে শঙ্কা কাজ করছে। এ নিয়ে বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে আলোচনা করছে নির্বাচন কমিশন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম