নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৮:০০ পিএম
ফাইল ছবি
বিএনপিকে রাজধানীর নয়াপল্টনেই তাদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। মহাসমাবেশের অনুমতির বিষয়টি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। তবে আওয়ামী লীগের শান্তি সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ মাঝপথে বন্ধ করে দিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা যায়, মঞ্চের সামনে অন্তত ছয়জন পুলিশ সদস্য বসে আছেন। ডেকোরেটরের কর্মীরা বাইরে ঘোরাফেরা করছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ আমাদের মঞ্চ করতে দেয় না। কিছুটা করেছিলাম, পুলিশ বন্ধ করে দিয়েছে। পুলিশ যখন অনুমতি দেবে, আমরা তখনই মঞ্চ করব।
দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ বিকালে অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে বৈঠক করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা দুই পক্ষকেই বলেছি তাদের কাজ বন্ধ রাখার জন্য।
তিনি বলেন, আমরা তো বলিনি তাদের অনুমতি দেব না। আমরা যাচাই বাছাই করছি। আরও কিছু সময় লাগবে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।