পরিবহণ শ্রমিকের মারধরে মোহাম্মদপুরে বাসচালক নিহত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:১৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে পরিবহণ শ্রমিকের মারধরে রাসেল মাতুব্বর নামের এক বাসচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় বুধবার নিহতের পরিবার চারজনের নাম উলেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত মাহবুব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি মো. মাহফুজুল হক বলেন, মঙ্গলবার মগবাজারে ঘটনার সূত্রপাত। সেখানে প্রতিযোগিতা করে বাস চালানোর সময় একটি বাসের লুকিং গ্লাস ভেঙে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে এসে দুই বাসের শ্রমকিরা মারামারিতে জড়ালে এক চালক আহত হন। পরে হাসপাতালে নিলে মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাসেলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি রমজান পরিবহণের একটি বাসের চালক ছিলেন। পরিবার নিয়ে মোহাম্মদপুরে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের পালংয়ের দক্ষিণ সোওলা মাদবরবাড়িতে।