Logo
Logo
×

জাতীয়

অসুস্থতায় বিষণ্ন রিকশাচালকের ‘আত্মহত্যা’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১০:০৭ পিএম

অসুস্থতায় বিষণ্ন রিকশাচালকের ‘আত্মহত্যা’

দীর্ঘদিন শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন জুয়েল রানা (৩৫) নামের এক রিকশা চালক। সেই বিষণ্নতা থেকে অবশেষে আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্বজনদের। গতকাল সোমবার সকালে রাজধানীর খিলগাঁও থানার গোঁড়ান এলাকার একটি বাসা থেকে জুয়েলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে মরদেহের ময়নাতদন্তর শেষে গতকাল বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জুয়েল রানা দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, পাইলসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ তারা বাবা মা তাকে বাসায় এনে চিকিৎসা করায়। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় সে আত্মহত্যা করেছে।

ডিএমপির খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া যুগান্তরকে বলেন, জুয়েল পেশায় একজন রিকশাচালক ছিলেন। বেশ কিছুদিন ধরে সে অসুস্থ ছিল। প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শারীরিকভাবে অসুস্থ থাকায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারে। বর্তমানে সে খিলগাঁও থানার ১০ গোড়ান এলাকার ৩১৯ নম্বর বাসায় থাকতেন। তার বাড়ি কুমিল্লার মেঘনা থানার বাহারখোলা গ্রামে। সে ওই এলাকার মো. জিলানির ছেলে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম