Logo
Logo
×

জাতীয়

বদলির নীতি চালুর দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের স্মারকলিপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম

বদলির নীতি চালুর দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের স্মারকলিপি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য নীতিমালা প্রণয়নের দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। মঙ্গলবার শিক্ষাসচিব বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। ডাকযোগে এ স্মারকলিপি পাঠানো হয়। এ নিয়ে নীতিমালা করার দাবিতে ৭ বার স্মারকলিপি দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বদলিপ্রত্যাশী লাখো শিক্ষকের মধ্যে বেশিরভাগই নিজ জেলা থেকে ৩০০ থেকে ৮০০ কিলোমিটার দূরে শিক্ষকতা করছেন। অনেকের বৃদ্ধ বাবা-মা অসহায়ভাবে বাড়িতে একা থাকেন। অথচ তাদের দেখার কেউ নেই। 

পার্বত্য জেলায় কর্মরত নারায়ণগঞ্জের নারী শিক্ষক নাজমা খাতুনের সংসার ভাঙার মতো অবস্থা। নিকটাত্মীয়স্বজন মারা গেলেও শেষ দেখার সুযোগ থাকে না।

এতে বলা হয়, বদলি না থাকায় দূরে শিক্ষকতার কারণে স্বল্প বেতন, মানসিক নির্যাতন ও চরম হয়রানির কারণে শিক্ষকতা ছেড়ে দিয়েছেন খুলনায় কর্মরত রংপুরের একজন শিক্ষক। 

স্মারকলিপিতে আরও বলা হয়, বদলি প্রথা চালুর দাবিতে শিক্ষকরা হাইকোর্টে ২০১৯ সালের সেপ্টেম্বরে একটি রিট আবেদন করেন। ২০২০ সালের ৮ অক্টোবর রিটের শুনানি শেষে শিক্ষকদের পক্ষে রায় দেন আদালত। এনটিআরসিএ রায়ের বিরুদ্ধে আপিল করলেও তা খারিজ হয়ে যায়।

হাইকোর্ট রায়ে বলেছিলেন, চাকরিরত এমপিওভুক্ত শিক্ষকরা বিভাগীয় প্রার্থী হিসেবে তাদের নিজ নিজ কর্মস্থল পরিবর্তন করে পদ খালি থাকাসাপেক্ষে নিজস্ব পছন্দের প্রতিষ্ঠানে যোগদান করতে আইনত অধিকারী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম