Logo
Logo
×

জাতীয়

শিবগঞ্জ পাট ক্রয় কেন্দ্র: জমি বিক্রির কার্যক্রম স্থগিতের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১০:২৩ পিএম

শিবগঞ্জ পাট ক্রয় কেন্দ্র: জমি বিক্রির কার্যক্রম স্থগিতের নির্দেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে জুট ট্রেডিং করপোরেশনের (জেটিসি) অধীন ‘পাট ক্রয় কেন্দ্র’র জমি নামমাত্র মূল্যে বিক্রির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাট ক্রয় কেন্দ্রের জমি নামমাত্র মূল্যে বিক্রির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

গত রোববার শিবগঞ্জ পাট ক্রয় কেন্দ্রের জমি নামমাত্র মূল্যে বিক্রির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ঠাকুরগাঁওয়ের আইনজীবী আব্দুস সামাদ। 

গত ১১ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘পানির দরে বিক্রি হচ্ছে পাট ক্রয় কেন্দ্রের জমি, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্ট রিট করা হয়।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে জুট ট্রেডিং করপোরেশনের (জেটিসি) অধীন পাট ক্রয় কেন্দ্রের ৫৪ শতক জমি নামমাত্র মূল্যে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ওই জমির আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।
 
তবে তা ৩১ লাখ ৭৬ হাজার টাকায় হস্তান্তরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানির পরও জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম