থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৭:২৫ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার দুপুরে থাইল্যান্ডের জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রী ড. চলনান শ্রিকাওয়ের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি নবনিযুক্ত জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকের শুরুতে শ্রিকাও তার কার্যালয়ে মোমেনকে স্বাগত জানান। এ সময় মন্ত্রীদ্বয় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন।
সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুদিনের সরকারি সফরে থাইল্যান্ড যান। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই বিমানবন্দরে আব্দুল মোমেনকে স্বাগত জানান।
দুপুরে বৈঠকে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালক প্রবাস লামারং, দূতাবাসের কাউন্সেলর নির্ঝর অধিকারী উপস্থিত ছিলেন।
বৈঠকে আব্দুল মোমেন থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা এবং থাই সরকারের কোভিড অতিমারী নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি বিশেষত বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানান।
এছাড়া তিনি WHO-SEARO এর আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী ড. সায়মা ওয়াজেদকে ইতোমধ্যে সমর্থন জানানোর জন্য থাই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ড. চলনান শ্রিকাও এ ভোট প্রদানকে ‘বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন’ হিসেবে উল্লেখ করেন। আগামী ১ নভেম্বর এ ভোট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।