‘নগর স্বাস্থ্য উন্নয়নে কার্যকর নীতির জন্য গবেষণা অপরিহার্য’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ পিএম
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মূল্যবান অবদান রাখে। বিজ্ঞানভিত্তিক গবেষনার মাধমে পাওয়া তথ্য-উপাত্ত কার্যকর নীতি গ্রহণে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কার্যকর নীতি গ্রহণের জন্যও গবেষণা প্রয়োজন। এ ক্ষেত্রে গবেষণালব্ধ জ্ঞান অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আর্ক ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী আর্ক ফাউন্ডেশনের নতুন লোগো উন্মোচন করেন। পরে কেক কেটে সংগঠনটির ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে আমাদের একত্রে কাজ করতে হবে। আপনারা গবেষণা কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি রূপকল্প ২০৪১ অর্জনে সরকারি উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখছেন।
আর্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. রুমানা হক বলেন, গবেষণাভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আর্ক ফাউন্ডেশন প্রাথমিক স্বাস্থ্য সেবা ও নগর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এ ছাড়া সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য উন্নয়নে অর্থ ব্যবস্থাপনা, তামাক নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সংশ্লিষ্ট নীতি নির্ধারণে অ্যাডভোকেসি, জনসচেতনতা বৃদ্ধিসহ জনস্বাস্থ্য বিষয়ক নানা গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম এনায়েত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএডিএএস) প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, আইসিডিডিআরবি’র ইনফেকশন ডিজিজ বিভাগের সিনিয়র ডিরেক্টর ড. ফেরদৌসি কাদরি, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের (এনটিসিসি) সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার প্রমুখ।