Logo
Logo
×

জাতীয়

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়ছে 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়ছে 

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আটদিন বাড়িয়ে ১২০ দিন করার বিধান রেখে ‌‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি জানান, বর্তমানে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১১২ দিন। এখন আটদিন বাড়িয়ে ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। নারী শ্রমিকরা তার সুবিধা মতো এ ছুটি নিতে পারবেন বলেও জানান তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম