Logo
Logo
×

জাতীয়

সংগ্রাম কমিটির মানববন্ধন: ভূমি আইনে কৃষক স্বার্থ পরিপন্থি ধারা বাতিলসহ ৬ দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ১০:৩৮ পিএম

সংগ্রাম কমিটির মানববন্ধন: ভূমি আইনে কৃষক স্বার্থ পরিপন্থি ধারা বাতিলসহ ৬ দাবি

সম্প্রতি প্রণীত ভূমি আইনে কৃষক স্বার্থ পরিপন্থি ধারা বাতিলসহ ৬ দফা দাবি জানিয়েছে চরাঞ্চল ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষি স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

দাবিগুলো হচ্ছে, ভূমি আইন ২০২৩ এ ‘যখনই চর জেগে উঠবে তখনই চলতি কর পরিশোধসাপেক্ষে প্রজা স্বত্ব বহাল হবে’ এমন বিধান রেখে অবিলম্বে সংসদে আইন পাশ। ভূমি আইনে কৃষক স্বার্থের পরিপন্থি ধারা বাতিল, চরাঞ্চালে ডিএস, সিএস, এসএ, আরএস রেকর্ড ও সিটা ভিত্তিতে প্রজা স্বত্ব বহাল ও খাজনা খারিজ চালু, মাদারগঞ্জে তিন ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করে অন্যত্র স্থানান্তর, বিনা ক্ষতিপূরণে কৃষকের জমিতে কোনো প্রকল্প মানি না, তিন ফসলি জমিতে প্রকল্প নেওয়া বন্ধ। 

প্রকৃত কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার, বীজ, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ দেওয়া, নদী ভাঙন রোধে ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং চরাঞ্চল, বীর অঞ্চল ও শহরে ভিন্ন ভিন্ন জমির সিলিংয়ের বন্দোবস্ত রেখে সারা দেশে গ্রাম-শহরে ব্যক্তিগত স্থাবর অস্থাবর সম্পত্তির সিলিং পুনর্নির্ধারণ ও উদ্বৃত্ত সম্পত্তি ভূমিহীন-আশ্রয়হীন মানুষের মাঝে বণ্টন করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম