আদিলুর-এলানের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ পিএম
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিনের সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। শনিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে আবেদনটি করেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। ২৫ সেপ্টেম্বর দুই বছর কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন আদিলুর রহমান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন।
এক দশক আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে হওয়া মামলায় ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত রায় দেন।
রায়ে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।