Logo
Logo
×

জাতীয়

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১১:২৪ পিএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক বিমানবালা নাজমীন সিদ্দিক শোভাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।

মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এস এম জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রিজন ভ্যানে করে পাঠানো হয়।

জানা যায়, আসামি নাজমীন সিদ্দিক শোভা ১৯৮৮ সালে বাংলাদেশ বিমানে চাকরিতে যোগদান করেন। ২০০৭ সালে জুনিয়র পার্সার (বিমানবালা) হিসেবে অবসরে যান তিনি।

মামলা সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ২০১৬ সালের ২২ নভেম্বর শোভার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামির বিরুদ্ধে ৫৭ লাখ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনেন বাদী। এ সম্পদ আসামি নিজের ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। 

২০১৫ সালের নাজমীন সিদ্দিক শোভার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। এতে দেখা যায়, নাজমীন সিদ্দিক শোভার নামে ৫৭ লাখ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

এ মামলার তদন্ত করে ২০১৯ সালের ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২০২০ সালের ১১ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম