Logo
Logo
×

জাতীয়

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্বগ্রহণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ পিএম

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্বগ্রহণ

ছবি: যুগান্তর

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলি আখতার হোসেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত কমিটি সভার সুপারিশক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) মো. আলি আখতার হোসেনকে প্রধান প্রকৌশলীর শূন্য পদে প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হলো। 

এর আগে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনকে ২৯ সেপ্টেম্বর থেকে অবসর প্রদান করা হয়। তার বিরুদ্ধে বয়স জালিয়াতি করে এক বছর বেশি দায়িত্ব পালনের অভিযোগে তদন্ত চলছে। সে কারণে তাকে অবসত্তোর ছুটি না দিয়ে সরাসরি অবসরে পাঠানো হয়।

রাজশাহী জেলার কৃতি সন্তান প্রকৌশলী হলেন মো. আলি আখতার হোসেন এলজিইডিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী এ কর্মকর্তা গুরুত্বপূর্ণ অধিষ্ঠিত হওয়া নিয়ে রাজশাহীর এক নির্বাহী প্রকৌশলী বলেন, আশা করছি বর্তমান প্রধান প্রকৌশলীর নেতৃত্বে এলজিইডিতে কাজের গতি ফিরবে।

আলি আখতার ১৯৮৯ সালে ১ জুন তৎকালীন এলজিইবিতে যোগ দিয়ে ৩ জুন থেকে পঞ্চগড় সদর উপজেলার উপজেলা প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করেন। 

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম