Logo
Logo
×

জাতীয়

পিটার হাসকে নাজমুল

‘সীমা লঙ্ঘন করেছেন, যুক্তরাষ্ট্রে ফিরে যান’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ এএম

‘সীমা লঙ্ঘন করেছেন, যুক্তরাষ্ট্রে ফিরে যান’

পিটার হাস ও সিদ্দিকী নাজমুল আলম। ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজ দেশে ফিরে যেতে বললেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। 

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুনভিসা নিষেধাজ্ঞায় নাম থাকার গুঞ্জন, মুখ খুললেন বিচারপতি মানিক

ফেসবুক পোস্টে নাজমুল লেখেন, ‘আমরা আপনার কর্মকাণ্ডে খুবই উদ্বিগ্ন, আপনি বাংলাদেশে ইতোমধ্যে আপনার সীমা লঙ্ঘন করেছেন। মনে রাখবেন, এটি ১৯৭৫ সাল নয়, এটি ২০২৩।

 

এখন আমাদের জনগণ অনেক ঐক্যবদ্ধ ও আপনাদের (মার্কিন যুক্তরাষ্ট্রের) নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সচেতন। দয়া করে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে যান।’

এদিকে, পিটার হাসকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। 

মঙ্গলবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাস্তবতা হলো তাদের কোনো অধিকার নেই। সুতরাং দে মাস্ট বি কোয়াইট। তারা চুপ করে থাকবে। আমি যেটা

বললাম, তাদের ভিসানীতি দেখে দিনের শেষে কিন্তু তারাই লজ্জিত হবে। আর হিউম্যান রাইটসের কথা, যুক্তরাষ্ট্রের চেয়ে আমাদের হিউম্যান রাইটস অনেক বেশি। যে দেশে প্রতিদিন পুলিশ কালো লোকদের গুলি করে মারছে। এগুলো কি আমরা চোখে দেখি না? তাই আমাদের এখন উচিত তাদের ইগনোর করা এবং তাদের যে রাষ্ট্রদূত এগুলো কথা বলছে তাকে বের করে দেওয়া।’

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম