Logo
Logo
×

জাতীয়

হিরো আলমের কাছে ৭ লাখ চাঁদা দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম

হিরো আলমের কাছে ৭ লাখ চাঁদা দাবি

ফাইল ছবি

আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাতনামা এক ব্যক্তি।

সোমবার রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে এ চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হিরো আলম।  

জিডিতে হিরো আলম উল্লেখ করেছেন, হাতিরঝিল বাসায় অবস্থান করার সময় অজ্ঞাতানামা ব্যক্তি ০১৯০৪....৮৭ নাম্বার থেকে আমার নিজ ব্যবহত ০১৭১.....১৭ নাম্বারে ফোন করে আমার কাচে সাত লাখ টাকা চাঁদা দাবি করে।  

আরও পড়ুন বাড়ি থেকে বের হচ্ছেন না বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান

এ চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে হিরো আলম যুগান্তরকে বলেন, এ ঘটনার বর্ণনা দিয়ে হাতিরঝিল থানায় জিডি করেছি। পাশাপাশি পুলিশকে অনুরোধ করেছি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। জিডি নম্বর ৬৯৯।

এর আগে ১৯ জুলাই অফিসে অফিসে এসে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হিরো আলম।  

এসময় তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।

এদিন ভোর সাড়ে ৫টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন আমার মহানগর প্রজেক্টের অফিসে এসে নিরাপত্তাকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

নিরাপত্তাকর্মীকে তারা বলেছিলেন, হিরো আলমকে ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে, ওকে ডাক দে, ওর খবর আছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম