Logo
Logo
×

জাতীয়

নাইন ইলেভেনের স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ এএম

নাইন ইলেভেনের স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুঃখ প্রকাশ করে নাইন ইলেভেনের টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মৃতিচারণ করেছেন। 

তিনি এক বিবৃতিতে বলেন, আমি দুঃখের সঙ্গে নাইন ইলেভেনের টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করছি, যে মর্মান্তিক ঘটনায় দুই হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল, যার মধ্যে ছয়জন বাংলাদেশের এবং তিনজন আমার নিজের জেলা সিলেটের লোক ছিল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আশা করি এমন ঘটনার আর কখনও পুনরাবৃত্তি হবে না।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা খুবই উৎসাহজনক, আর এ নিয়ে আমরা সন্তুষ্ট। এই বিষয়টির ফলে সন্ত্রাস নির্মূলে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বাংলাদেশ আমন্ত্রিত গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসাবে: পররাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, বর্তমানে সন্ত্রাসী হামলার কারণে কোনো বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং মৃত্যুর ভয়ের ঘটনা ঘটেনি। আর এটি বাংলাদেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতিরই ফলাফল।

এ ধারা অব্যাহত রাখতে সকলকেই আন্তরিকভাবে একসাথে কাজ করতে হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। যাতে আর কোনো অজুহাতে সন্ত্রাসবাদী ও মৌলবাদীদের বীভৎস কুৎসিত চেহারাটি ফেরত না আসে, যেমনটি এসেছিল ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম