Logo
Logo
×

জাতীয়

নবজাতকের ডিএনএ পরীক্ষা সম্পন্ন, বড় মনিরের জামিন প্রার্থনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৫ এএম

নবজাতকের ডিএনএ পরীক্ষা সম্পন্ন, বড় মনিরের জামিন প্রার্থনা

ধর্ষণে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে আদালতকে জানিয়েছেন ধর্ষণ মামলার আসামি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের আইনজীবী। 

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালতে এ তথ্য জানানো হয়।

আদালতে বড় মনিরের আইনজীবী সারোয়ার আহমেদ বলেন, আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাই আমরা বড় মনিরের জামিন প্রার্থনা করছি। 

তখন চেম্বার বিচারপতি বলেন, এ বিষয়টি এখন আর  চেম্বার আদালতে নেই। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৯ অক্টোবর শুনানির দিন ধার্য রয়েছে। এ মুহূর্তে চেম্বার আদালতে শুনানির সুযোগ নেই। পরে আদালত বড় মনিরের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

এর আগে ২১ আগস্ট ধর্ষণ মামলায় বড় মনিরের হাইকোর্টের দেওয়া জামিন ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একই সময়ের মধ্যে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। 

বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ-সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম