Logo
Logo
×

জাতীয়

সরকারিভাবে ১০ পাটকল চালুর দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম

সরকারিভাবে ১০ পাটকল চালুর দাবি

বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন বন্ধ ঘোষিত ২৬ পাটকলের মধ্যে কমপক্ষে ১০টি সরকারিভাবে আবার চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ পাটচাষি ও পাট ব্যবসায়ী সমিতি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সোমবার এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ লিখিত বক্তব্যে বলেন, ২০২০ সালের ১ জুলাই ওই ২৬ পাটকল বন্ধ করা হলে শ্রমিকরা কলোনি ছেড়ে যার যার অবস্থানে চলে যেতে বাধ্য হন। কথা ছিল ‘লে-অফ করবে’ অর্থাৎ সাময়িক বন্ধ হয়ে তিন মাস পরে আবার মিল চালু হবে। কিন্তু প্রায় সাড়ে তিন বছর পার হলেও এখনো কোনো মিল চালু হয়নি। 

সরকার ব্যক্তিমালিকানায় দিয়ে চালাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফলে মিলগুলোর মেশিন মরিচা পড়ে অকেজো হয়ে যাচ্ছে। অথচ এখনো কোনো কাজ না করেও সাড়ে তিন বছর বিজেএমসির প্রধান কার্যালয়সহ ২৬ জুট মিলের প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী প্রতি মাসে বেতন নিচ্ছেন। 

এ অবস্থায় যদি কিছু মিল অর্থাৎ ৩ এলাকা (জোন) হতে ১০টি মিল চালু করা হতো তাহলে আবার কর্মচাঞ্চল্য ফিরে আসত। পাটের চাহিদা বেড়ে ন্যায্যমূল্য পেতেন পাটচাষিরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পুরোনো পেশায় ফিরতে পারতেন।

এ সময় আরও বক্তব্য দেন সমিতির সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় নেতা আবদুল মালেক ভূঁইয়া, মুজিব হোসেন চৌধুরী, নাদেম দত্ত, মো. মারফত, এনামুল হক বাবুল প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম