আফতাবনগরে পশুর হাট বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় ভবিষ্যতে আর কখনো কোনো ধরনের পশুর (গরু ছাগল বিক্রির) হাট বসানো যাবে না মর্মে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। এছাড়া রিটে দেশের সব পশুর হাটে হাসিল বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) বিবাদী করা হয়।
পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রিটের বিষয়টি তিনি নিশ্চিত করেন।
এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
তিনি বলেন, এর আগে চলতি বছরের মে মাসে কোরবানির ঈদের আগে একটি রিট আবেদন করেছিলাম। তখন আদালত রুল ও বাজারের দরপত্রের কার্যক্রম স্থগিত করেছিলেন। এরপর আপিল বিভাগ ওই রিটের আদেশ স্থগিত করেন। তখন রিটটি অকার্যকার হয়ে গেছে। তাই নতুন করে রিট আবেদন করেছি। রিটে রুল জারির আর্জি ও দেশের সব পশুর হাটের হাসিল গ্রহণ বন্ধের আর্জি জানানো হয়েছে।