Logo
Logo
×

জাতীয়

বিএসএমএমইউ’তে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ এএম

বিএসএমএমইউ’তে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু

রোগীদের ভোগান্তি ও দীর্ঘসূত্রিতা কমাতে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের ক্যানসার ভবনের অনকোলজি বিভাগে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আগামী ডিসেম্বরের মধ্যে বিএসএমএমইউতে আরেকটি রেডিওথেরাপির মেশিন চালুর ঘোষণা দেওয়া হয়।

অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিকেল অনকোলজির ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মোছা. রোকাইয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুন অর রশিদ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম