ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: স্বাস্থ্যমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
ফাইল ছবি
ডেঙ্গু পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের পাশে ডা. মিলন অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ড্রপস’ অ্যাপের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত দু-এক দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। এটি সত্যিই উদ্বেগজনক। মশা নিয়ন্ত্রণ করা না গেলে এ রোগ থেকে নিস্তার মিলবে না।
তিনি বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে আনতে পারলে, ডেঙ্গুও পারবে। তবে মশা নির্মূল করতে হবে। মশা বাড়লে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়বে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু রোগীদের স্বাস্থ্যসেবায় আমাদের কোনো ঘাটতি নেই।
তিনি আরও বলেন, এরই মধ্যে আমাদের স্বাস্থ্যসেবা ডেঙ্গু চিকিৎসায় অগ্রগতি লাভ করেছে। ডেঙ্গু মোকাবিলার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ চিকিৎসার গাইডলাইন তৈরির পাশাপাশি চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না।