Logo
Logo
×

জাতীয়

সোনা চুরি: কাস্টমসের ৪ সিপাহিকে বিমানবন্দর থানায় জিজ্ঞাসাবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

সোনা চুরি: কাস্টমসের ৪ সিপাহিকে বিমানবন্দর থানায় জিজ্ঞাসাবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের ভল্ট থেকে সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন চারজনকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার দুপুরে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কাস্টমস হাউজের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহিকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে কিনা— এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে এ ঘটনায় যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব ভল্ট থেকে ৫৫ কেজি সোনা গায়েব হয়ে গেছে। শুল্ক বিভাগ জানায়, চুরি যাওয়া এ সোনার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার নুরুল হুদা আজাদ বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এ জন্য দায়ীদের চিহ্নিত করে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আমাদের আইনি পদক্ষেপ চলমান থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম