Logo
Logo
×

জাতীয়

শামা ওবায়েদ-শিমুল বিশ্বাসসহ ৬০ জনের বিচার শুরু

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

শামা ওবায়েদ-শিমুল বিশ্বাসসহ ৬০ জনের বিচার শুরু

২০১৫ সালে রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

 এ অভিযোগ গঠনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। শিমুল বিশ্বাস আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ সেপ্টেম্বর ধার্য করা হয়। আদালতের পেশকার শিশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের মার্চে বাড্ডা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে চার্জশিট দাখিল করে পুলিশ। শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এটি একটি মিথ্যা মামলা। আট বছর আগে করা মামলায় শিমুল বিশ্বাস মূল আসামি নন। এরপর তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন। তিনি অসুস্থ। এ কারণে সময় প্রার্থনার আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা গ্রহণ না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এটা খুবই দুঃখজনক।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম