আগস্টে ২১৫ কোটি টাকার চোরাইপণ্য মাদক জব্দ বিজিবির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগস্টে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১৫ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাইপণ্য জব্দ করেছে। একই সময়ে সীমান্তে ২৭৩ চোরাচালানিকে আটক করা হয়েছে।
তাছাড়া অবৈধভাবে সীমান্ত পার হওয়ার দায়ে ২৮ বাংলাদেশি নাগরিক, ৪ ভারতীয় নাগরিক এবং ১২৪ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগস্টে বিজিবি ২১৫ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে। এরমধ্যে ৩৩ কেজি ৩৪ গ্রাম স্বর্ণ, ৩৫ কেজি ৭৫৮ গ্রাম রুপা, ২৮৬৮৯২টি কসমেটিকস সামগ্রী, ১৮৩২১টি ইমিটেশন গহনা, ১৯৮৫৭টি শাড়ি, ৭৩২৩টি থ্রিপিস-শার্টপিস-চাদর ও কম্বল, ১৬২৮ ঘনফুট কাঠ, ৯৯৩২ কেজি চা পাতা, ৫১৮৯০ কেজি কয়লা, ২টি কষ্টিপাথরের মূর্তি, ৪টি ট্রাক-কাভার্ডভ্যান, ৫টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ৮টি চান্দের গাড়ি, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা-ইজিবাইক এবং ৬৪টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড গুলি। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।