রাজধানীতে সড়কে দুজনের প্রাণহানি
পাঁচ জেলায় নিহত আরও ছয়
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুজনের। এ ছাড়া নোয়াখালীর কবিরহাট ও বেগমগঞ্জ, লালমনিরহাটের পাটগ্রাম, দিনাজপুর, যশোর ও সিরাজগঞ্জের তারাশে পাঁচজন নিহত হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে আহত হয়েছে তিনজন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর।
ঢাকা : শুক্রবার রাত দেড়টায় শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন ফরহাদুল ইসলাম শিহাব নামের এক তরুণ। এ সময় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে তিনি মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সৌরভ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে শিহাব পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর কাজলারপাড়ে থাকতেন। এ ছাড়া শুক্রবার মধ্যরাতে কদমতলী ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাউসার নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি ইমামগঞ্জের একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন।
নোয়াখালী ও বেগমগঞ্জ : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত আবদুর রহিম শুভ নামে এক শিক্ষার্থী শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। সে কবিরহাট উপজেলার নরোত্তপুর ইউনিয়নের পদুয়া গ্রামের সফি উল্যাহ সবুজের ছেলে। শুক্রবার দুপুরে কবিরহাট-বেগমগঞ্জ বড় পোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া বেগমগঞ্জ উপজেলার ঢাকা-নোয়াখালী সড়কের রমজানবিবি এলাকায় শনিবার সন্ধ্যায় বাস চাপায় মো. নুরুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার জিরতলী ইউনিয়নের দরবেশপুরের হানিফের ছেলে।
লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর মিঠাইবাড়িতে শনিবার সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সেলিম রেজা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার ঝালঙ্গী সীমান্তের নুর ইসলামের ছেলে।
দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার বাঁশের হাট এলাকায় শনিবার দুপুরে ট্রাক চাপায় একরামুল হক নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেপালী দুই ছাত্র। নিহত একরামুল দিনাজপুর পৌরসভার রামনগর গোবরাপাড়ার নেজামউদ্দীনের ছেলে।
যশোর : ইজিবাইক ও বাসের মধ্যে সংঘর্ষে হাফেজা বেগম নামের ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার যশোর-ছুটিপুর সড়কের এড়েন্দা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজা ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। এ ঘটনায় হাফেজার স্বামী হাবিবুর রহমান ও ইজিবাইক চালক নাসির হোসেন আহত হয়েছেন।
সিরাজগঞ্জ : তাড়াশ-নিমগাছী সড়কের চন্ডিভোগ এলাকায় শুক্রবার রাত ১২টার দিকে নসিমন উলটে চালক মাহতাব প্রামাণিক নিহত হয়েছেন। তিনি তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের মুসা প্রামাণিকের ছেলে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চাতলাপুর সড়কে শনিবার বিকালে অটোরিকশা উলটে তিনজন আহত হয়েছে। তাদের উপজেলার স্ব্যস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।