Logo
Logo
×

জাতীয়

রেস্তোরাঁয় শর্টসার্কিট থেকে গ্যাসের চুলায় আগুন, দগ্ধ ৪

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৩:৫৫ পিএম

রেস্তোরাঁয় শর্টসার্কিট থেকে গ্যাসের চুলায় আগুন, দগ্ধ ৪

রাজধানীর ভাটারায় একটি ফোরস্টার রেস্টুরেন্টের রান্নাঘরে সিলিন্ডার গ্যাসের চুলার আগুনে বাবুর্চিসহ চারজন দগ্ধ হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এ তথ্য জানান।

দগ্ধরা হলেন— রেস্টুরেন্টের বাবুর্চি তরিকুল ইসলাম তারিক (৩৯), সহকারী মো. হারিজ (৩০), লাইলী বেগম খাদিজা (৪৩) ও রহিমা বেগম (৩৮)। লাইলী ও রহিমা রান্নাঘরে সবজি কাটার কাজ করেন।

ডা. তরিকুল ইসলাম বলেন, তারিকের শরীরের ৭ শতাংশ, হারিজের ১২, খাদিজার ৩ শতাংশ এবং রহিমার শরীরের ৩ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রেস্টুরেন্টের ওয়েটার বাবুল হাওলাদার বলেন, সকাল ৯টার দিকে কিচেন রুমে রান্নার কাজ চলছিল। সেখানে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। সেই আগুন গ্যাসের চুলায় ছড়িয়ে পড়ে। এতে চারজন দগ্ধ হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম