Logo
Logo
×

জাতীয়

সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেল ভ্রমণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৮:০৮ পিএম

সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেল ভ্রমণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেলে ভ্রমণ করেছেন। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগারগাঁও স্টেশন থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেট্রোরেলে ওঠেন। উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত ভ্রমণ করেন তারা।

এ সময় মেট্রোরেল কর্তৃপক্ষের এমডি, মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকতারা তাদের সঙ্গে ছিলেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সাধারণ যাত্রীরা। এ সময় যাত্রীদের সঙ্গে মেট্রোরেল নিয়ে কথা বলেন তারা। পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী মেট্রোরেলের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া মেট্রোরেল যাত্রীরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ভাড়া কমানোর বিষয়ে মতামত দেন।

যাত্রীরা বলেন, প্রতিদিনই মেট্রোরেলে চলাফেরা করি। তবে আজ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ট্রেনে চড়লাম। এর আগে কোনো মন্ত্রীর সঙ্গে মেট্রোরেল বা কোনো গাড়িতে চড়ার সৌভাগ্য হয়নি। এক যাত্রী বলেন, মন্ত্রী মেট্রোরেলে উঠে সরাসরি আমার পাশে এসে বসেন। তিনি আমার সঙ্গে কথা বলেন। আমার খুব ভালো লেগেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম