Logo
Logo
×

জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরকে ৩৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিট দিল রেড ক্রিসেন্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৭:৫০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরকে ৩৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিট দিল রেড ক্রিসেন্ট

ফাইল ছবি

চলমান ডেঙ্গু পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরকে এনএস-ওয়ান ডেঙ্গু টেস্টিং কিট সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। একই সঙ্গে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু টেস্টিং কিট দেওয়া হয়।
  
বৃহস্পতিবার সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলামের হাতে ৩৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিট তুলে দেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। 

একইসঙ্গে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে ১০ হাজার ডেঙ্গু টেস্টিং কিট দেন। পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের রোগীদের চিকিৎসার সুবিধার্তে আরও ৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিট হস্তান্তর করেন।
 
কিট বিতরণ অনুষ্ঠানের মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই অংশ হিসেবে সহজে ডেঙ্গু শনাক্ত করতে কিট প্রদানের উদ্যোগ নিয়েছি আমরা। চলমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আমরা স্বেচ্ছাসেবকদের প্রতিরোধ ও সচেতনামূলক বিভিন্ন কাজে নিয়োজিত করেছি।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু চিকিৎসায় দ্রুততম সময়ের মধ্যে ডেঙ্গু শনাক্ত করতে পারলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। তাই ডেঙ্গু চিকিৎসায় এনএস-ওয়ান কিটের প্রয়োজনীয়তা অপরিহার্য। রেড ক্রিসেন্ট থেকে প্রাপ্ত কিট চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। 

সোসাইটির পক্ষ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে মশারি বিতরণ করা হয়। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নয়টি রক্ত কেন্দ্র জরুরি সেবা দিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম এবং আইএফআরসির হেড অব ডেলিগেশন সঞ্জীব কুমার কাফলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোসাইটির উপমহাসচিব সুলতান আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালকরা, পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিসহ বিডিআরসিএস, আইএফআরসি ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম