Logo
Logo
×

জাতীয়

ধর্ষণের অভিযোগে এসআই শরিফুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৭:২৫ পিএম

ধর্ষণের অভিযোগে এসআই শরিফুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ধর্ষণের অভিযোগে পুলিশ উপ-পরিদর্শক শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন গ্রেফতারি পরোয়ানার এ আদেশ দেন। 

উপপরিদর্শক শরিফুল ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছেন। শরিফুল পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে। গত বছরের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি করেছিলেন ভুক্তভোগী এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদী তার আরজিতে উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে এসআই শরিফুলের সঙ্গে তার পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল বাদিনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে বাদিনী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাদিনী বিষয়টি এসআই শরিফুলকে জানালে সে তাকে হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়। পরবর্তীতে শরিফুল বাদিনীকে বিয়ে করতে অস্বীকার করেন। জানা গেছে, শরিফুলের স্ত্রী ও সন্তান রয়েছে। 

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সালাম শিকদার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম