
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ এএম
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হলেন ছন্দা পাল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১০:২৫ এএম

আরও পড়ুন
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ছন্দা পাল।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তিনি এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো।
আরও পড়ুন: পদোন্নতি পেলেও গ্রেড পরিবর্তন হচ্ছে না পুলিশের
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।