Logo
Logo
×

জাতীয়

‘আদালতের নির্দেশনা পেলে তারেককে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১০:৫৬ পিএম

‘আদালতের নির্দেশনা পেলে তারেককে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে’

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আদালতের নির্দেশনা পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে। আদালতের নির্দেশনা মেনে সরকার কাজ করবে। বুধবার মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তারেক রহমান কী হিসাবে অবস্থান করছেন তা জানি না। যদিও এ বিষয়ে একাধিকবার যুক্তরাজ্য সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে ঢাকা। তবে ব্যক্তিগত তথ্য দেশটি শেয়ার করে না বলে বারবারই জানিয়েছে। 

ওমানে সংরক্ষিত আসনের সংসদ-সদস্য খাদিজাতুল আনোয়ার সনির আটক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ খবর তার জানা নেই। সাংবাদিকদের তিনি বলেন, সেখানে কোনো সংসদ-সদস্য বেড়াতে গেছেন এ সম্পর্কে আমরা কিছু জানি না। কেউ যদি যান সেটি তার ব্যক্তিগত ব্যাপার। সরকারিভাবে আমরা কাউকে পাঠাইনি। এ তথ্য এখন শুনলাম। উলে­খ্য, সংসদ-সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে ওমানে আটকের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক পোস্টে বলা হয়, মঙ্গলবার রাতে ওমান পুলিশ তাকে আটক করেছে।

হিংসা-বিদ্বেষ অশান্তির মূল কারণ : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সব ধরনের অশান্তির মূল কারণ হিংসা-বিদ্বেষ। কিন্তু দেশের উন্নয়নের জন্য শান্তি গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষকে সম্মান করতে পারলে স্থায়ীভাবে শান্তি অর্জন করা সম্ভব। বুধবার সবুজবাগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, জাতিসংঘের কার্যক্রমে আমরা ভ‚মিকা রাখছি। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে নতুন দিকদর্শন দিয়েছেন, শান্তির ভিশন দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ কমাতে হবে। সেটি কমানো গেলে পৃথিবীতে একটা চিরস্থায়ী শান্তির পরিবেশ তৈরি হবে। প্রধানমন্ত্রীর এ বক্তব্য বিশ্বের ১৯৩ দেশ গ্রহণ করেছে।

আবদুল মোমেন আরও বলেন, আমরা যদি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রাখি তাহলে পৃথিবীতে টেকসই শান্তি অর্জন করতে পারব। শুধু সরকারের পক্ষে সেটি সম্ভব নয়। বিভিন্ন মতের ও ধর্মের আমরা যদি পরস্পরকে সম্মান করতে পারি তাহলে আমরা স্থায়ী শান্তি অর্জন করতে পারব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম