Logo
Logo
×

জাতীয়

মানবপাচার নির্মূলে অংশীদারিত্ব অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম

মানবপাচার নির্মূলে অংশীদারিত্ব অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন, মানবপাচার নির্মূলে সরকার ও নাগরিক সমাজের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব অব্যাহত রাখবে। আজ রোববার বিশ্ব মানবপাচারবিরোধী দিবস নিয়ে এক বার্তায় এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাস বলেন, বাংলাদেশ সরকার মানবপাচার নির্মূলের মানদণ্ড পূরণে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানবপাচার নির্মূলে সরকার ও নাগরিক সমাজ উভয়ের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

৩০ জুলাই বিশ্ব মানবপাচারবিরোধী দিবস। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর ৩০ জুলাই বিশ্ব মানবপাচারবিরোধী দিবস হিসেবে সারা বিশ্বে পালন করার সিদ্ধান্ত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম