Logo
Logo
×

খবর

চট্টগ্রাম জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে চট্টগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও উদ্ঘাটন করতে পারেনি জেলা প্রশাসন। তবে এ বিষয়ে জেলা প্রশাসন থেকে সবাইকে সতর্ক থাকা ও কোনো আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসকের মোবাইল ফোন নম্বর ক্লোনিং করে ওই নম্বর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে চাঁদা দাবি করা হয় শনিবার দুপুরে। কাউন্সিলররা বিষয়টি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে জানালে মেয়র বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। মূলত এর পরই মোবাইল ফোন নম্বর ক্লোন করার বিষয়টি ধরা পড়ে। জেলা প্রশাসক তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেন, ‘জেলা প্রশাসক, চট্টগ্রাম এর অফিসিয়াল নম্বর ক্লোন করা হয়েছে। কেউ ওই নম্বর থেকে ফোন করে আর্থিক বা অন্য কোনো স্পর্শকাতর বিষয়ে যোগাযোগ করলে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।’

এর আগে কুমিল্লা ও রাঙ্গামাটির জেলা প্রশাসক এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছিল। এবার চট্টগ্রামের জেলা প্রশাসকের নম্বর স্পুফিং করে চাঁদা দাবির ঘটনা ঘটল। শনিবার বিকালে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন যুগান্তরকে জানান, ‘শনিবার দুপুরে আমার সরকারি নম্বরটি ক্লোন করা হয়। কয়েক ঘণ্টা পর এটি স্বাভাবিক হয়েছে। বিষয়টি বিটিআরসিকে জানানো হয়েছে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম