Logo
Logo
×

জাতীয়

চাঁদপুরের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি হাইকোর্টে স্থগিত 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৯:৪১ পিএম

চাঁদপুরের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি হাইকোর্টে স্থগিত 

সদ্য গঠিত চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গত ১৮ জুলাই রুলসহ এ আদেশ দেন। 

আদেশের বিষয়টি বুধবার যুগান্তরকে নিশ্চিত করেন রিটকারি আইনজীবী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ বিবাদিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।  

জানা যায়, অভিভাবকদের না জানিয়ে গোপনে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ ওসমানীসহ অন্যান্যদের মাধ্যমে একটি ম্যানেজিং কমিটি গঠন করা হয়।  যা গত ১৪ জুন বিদ্যালয়ের কমিটি বোর্ড কর্তৃক অনুমোদন করা হয়।

বিদ্যালয়ে কমিটির সভা না করে ১৬ জুন চাঁদপুর রসুইঘরে গোপনে পরিচিতি সভা করেন। ওই সভা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ বিষয়ে উচ্চ আদালতে রিট দায়ের হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম