বৈষম্যহীন সমাজ বিনির্মাণই মতুয়া দর্শনের মূল তত্ত্ব: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:০৫ পিএম
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণই মানবতাবাদী মতুয়া দর্শনের মূল তত্ত্ব। আর এটিই সব ধর্মের মূল সুর ও বাণী। মানুষ সৃষ্টির সেরা জীব। তাই মানুষে মানুষে ভেদাভেদ থাকতে পারে না।
প্রতিমন্ত্রী শুক্রবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মতুয়া সাহিত্য সমাজ আয়োজিত দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন-২০২৩’-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মতুয়া গবেষক, কবি, লেখক এবং মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের সভাপতি বিষ্ণুপদ বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল।
আলোচনা করেন মতুয়া গবেষক, লেখক ও ভারতের পশ্চিমবঙ্গের হরি-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ড. বিরাট কুমার বৈরাগ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, ভারতের পশ্চিমবঙ্গের মতুয়া গবেষক ও লেখক ড. মনোজ কাঞ্জিলাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন কুমার বাগচী, ভারতের পশ্চিমবঙ্গের মতুয়া কবি ও দার্শনিক গোপাল বিশ্বাস এবং ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলনের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন-২০২৩ এর আহ্বায়ক অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল। শুভেচ্ছা বক্তব্য দেন মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী। অনুষ্ঠান পরিচালনা করেন মতুয়া শশাংক বর ও আশিস কুমার বাকচী।