Logo
Logo
×

জাতীয়

রাজশাহীর তানোরসহ বিভিন্ন স্থানে ৪৮ প্রভাষকের ৭ম গ্রেডের বেতন ফেরত দেওয়ার আদেশ স্থগিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:২৫ পিএম

রাজশাহীর তানোরসহ বিভিন্ন স্থানে ৪৮ প্রভাষকের ৭ম গ্রেডের বেতন ফেরত দেওয়ার আদেশ স্থগিত

সদ্য সরকারিকরণ হওয়া কলেজের ৪৮ প্রভাষককে সরকারিকরণের পর থেকে সপ্তম গ্রেডে বেতন বা এমপিও হিসাবে নেওয়া টাকা ফেরত দেওয়ার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে সরকারিকরণ করা কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮ বিধি-৯ অনুযায়ী অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের বেতন স্কেল বিদ্যমান জাতীয় বেতন স্কেলের সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপে নির্ধারণ করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল­াহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ফরহাদ হোসেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রাজশাহী তানোরের ড. আব্দুল করিম ডিগ্রি কলেজের প্রভাষক ফজলুল হকসহ বিভিন্ন জেলার ৪৮ প্রভাষকের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম