Logo
Logo
×

জাতীয়

‘বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়’ আইনের খসড়া অনুমোদন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১০:৩৬ পিএম

‘বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়’ আইনের খসড়া অনুমোদন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে। 

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর আওতায় সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। 

এর আগে সিলেট-৩ আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হয়ে হাবিবুর রহমান হাবিব সংসদে দেয়া তার প্রথম বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণের  প্রস্তাব করেন। পরে সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এই প্রস্তাবের আলোকে ডিও লেটার দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম