ভোটার শূন্য রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে রাজধানীর সরকারি তিতুমীর কলেজকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।
কেন্দ্রটিতে পুরুষদের জন্য দুটি ও নারীদের জন্য আলাদা তিনটি ভোটকক্ষ রয়েছে। কিন্তু সকাল থেকেই এখানে ভোটার উপস্থিতি হাতেগোনা কয়েকজন। কোনো কোনো ভোটকক্ষ একেবারেই ফাঁকা, নেই ভোটার।
কেন্দ্রটিতে মোট ছয় হাজার ৮৭৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার তিন হাজার ১২৪, পুরুষ তিন হাজার ৭৪৯ জন। কেন্দ্রটিতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও নারী ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। সকাল ৯টা পর্যন্ত তিন-চারটি ভোট পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এজেন্ট বলেন, আমরা সকাল থেকে বসে আছি। এক ঘণ্টায় মনে হয় তিন থেকে চারজন ভোটার ভোট দিয়েছেন।
কেন্দ্রটিতে পুরুষ ভোটারদের জন্য রয়েছে দুটি ভোটকক্ষ। এর মধ্যে ৮৪নং কক্ষে এক হাজার ৯০৫ জন এবং ৮৫নং কক্ষে এক হাজার ৮৪৪ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার কক্ষে এক ঘণ্টায় কত ভোট পড়েছে সে বিষয়ে দায়িত্বরত কর্মকর্তারা নির্দিষ্ট করে বলতে না পারলেও ৩০-৫০টি ভোট পড়তে পারে বলে জানান তারা।