Logo
Logo
×

জাতীয়

সিগারেটের ফিল্টারের সূত্র ধরে খুনি শনাক্ত করল পিবিআই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৮:৩৪ পিএম

সিগারেটের ফিল্টারের সূত্র ধরে খুনি শনাক্ত করল পিবিআই

আশুলিয়ায় চাঞ্চল্যকর বিমল মণ্ডল হত্যা ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। ঘটনাস্থলে ফেলে রাখা সিগারেটের ফিল্টারের (অবশিষ্টাংশ) সূত্র ধরে খুনি শনাক্তের পর গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মো. হাফেজ হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মূলত বিদেশ যাওয়ার টাকা জোগাতে বিমল মণ্ডলের বাসার জিনিসপত্র লুট করছিলেন হাফেজ। তা দেখে ফেলায় তিনি নির্মমভাবে হত্যা করেন। 

রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে  রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ঢাকা জেলা ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে মো. হাফেজকে আশুলিয়ার জিরানী বাজার থেকে গ্রেফতার করা হয়। পরদিন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে সে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এর আগে ১৬ এপ্রিল আশুলিয়ার জামগড়া মনির মার্কেট এলাকার একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

ঘাতক মো. হাফেজ পিবিআই এবং আদালতকে জানিয়েছেন, তিনি কখনো গার্মেন্টে চাকরি করে আবার কখনো ব্যাটারিচালিত অটোরিকশা চালান। সম্প্রতি নুরু নামে এক ব্যক্তির সঙ্গে মালয়েশিয়া যাওয়ার জন্য ২ লাখ ৪০ হাজার টাকায় চুক্তি হয় তার। 

এরপর সে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে একটি ৩৫ হাজার টাকা এবং অন্যটি ৩২ হাজার টাকায় বিক্রি করেন। বাকি টাকা জোগাড় করার জন্য বিমল মণ্ডলের বাসায় চুরি করতে গিয়েই এ হত্যাকাণ্ড ঘটান।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম