Logo
Logo
×

জাতীয়

চালু হচ্ছে ওএমএসের কার্ড  

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৪:১৩ পিএম

চালু হচ্ছে ওএমএসের কার্ড  

ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডের মত চালু হচ্ছে ওপেন মার্কেট সেলস (ওএমএস) কার্ড।  এ তথ্য জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা সারাদেশে এলাকাভিত্তিক মাইকিং করছি। যাদের ওএমএসের পণ্য প্রয়োজন, তারা এনআইডি কার্ড জমা দিচ্ছেন। সেখান থেকে একটি পরিবারের একজনকে বেছে নিয়ে বাকি কার্ড ফেরত দেওয়া হচ্ছে। এতে করে একই পরিবারের একাধিক ব্যক্তি ওএমএসের পণ্য সংগ্রহ করার সুযোগ থাকছে না।

বর্তমানে পরিচয়পত্র জমা দিয়ে সপ্তাহে এক বারের জন্য ওএমএসের পণ্য সংগ্রহ করতে পারছেন নিম্ন আয়ের মানুষ।  
 
ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ওএমএসের পণ্য সরবরাহ শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আগামী তিন-চার মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একজন কার্ডধারী বিধি অনুযায়ী সপ্তাহে ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা পাবেন। যাদের প্রয়োজন তারাই কেবল পাবেন।  

চলমান বোরো সংগ্রহ কার্যক্রম ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ৩০ জুন অর্থবছর শেষে ১৪ লাখ টন খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে মজুদের পরিমাণ ১৯ লাখ টন ছাড়িয়ে যাবে বলে ধারণা হচ্ছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম