Logo
Logo
×

জাতীয়

‘পূর্বে মেঘনা, পশ্চিমে পদ্মাসেতু পর্যন্ত রাজউক সম্প্রসারণের পরিকল্পনা আছে’

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ১১:২৪ পিএম

‘পূর্বে মেঘনা, পশ্চিমে পদ্মাসেতু পর্যন্ত রাজউক সম্প্রসারণের পরিকল্পনা আছে’

পূর্বে মেঘনা নদী ও পশ্চিমে পদ্মা সেতু পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিক্ষেত্র সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের অনুশাসন পেলে রাজউক এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজউক অধিক্ষেত্রের ৮ অঞ্চলের ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকা অবস্থিত। সাভার উপজেলার পুরোটাই রাজউকের আওতাধীন। 

প্রতিমন্ত্রী বলেন, রাজউকের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশনভুক্ত এলাকা বর্তমানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা হিসেবে বিবেচিত হওয়ায় উক্ত এলাকা বাদ দিয়ে রাজউক অধিক্ষেত্র পুনঃনির্ধারণের পরিকল্পনা আছে।

মোহাম্মদপুরের অবাঙ্গালিদের কেরানীগঞ্জে পুনর্বাসন সম্পর্কে শাহে আলমের করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত অবাঙ্গালিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরানীগঞ্জে ৫ হাজার ৬০০ টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব শহরে দরিদ্র কমিউনিটির ছিন্নমূল জনগণকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম